সুপার ওভারে চরম নাটক! শানাকার ২ রানেই টাই হলো ম্যাচ, নিশাঙ্কার সেঞ্চুরি বিফলে, শ্বাসরুদ্ধকর জয় ভারতের
September 27, 2025

এশিয়া কাপের সুপার ফোরের নিয়মরক্ষার ম্যাচেও চরম নাটকীয়তা। শেষ বলে দাসুন শানাকার নেওয়া দুই রানে ম্যাচ টাই হলো (২০২-৫)। খেলা গড়াল সুপার ওভারে। সেখানে অবশ্য অর্শদীপ সিংয়ের অনবদ্য বোলিংয়ের সামনে মাত্র ২ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা। আর সেই সামান্য লক্ষ্যমাত্রায় পৌঁছতে ভারত নিল মাত্র একটি বল। প্রথম বলেই তিন রান নিয়ে অধিনায়ক সূর্যকুমার যাদব নিশ্চিত করলেন শ্বাসরুদ্ধকর জয়।
ফাইনালে ওঠার টিকিট আগেই নিশ্চিত করে ফেলা টিম ইন্ডিয়াকে এদিন রীতিমতো বেগ পেতে হলো শ্রীলঙ্কার বিরুদ্ধে। ম্যাচের ফলাফল শেষ পর্যন্ত ভারতের পক্ষে গেলেও, কোচ গৌতম গম্ভীরকে কিছুটা চিন্তায় রাখবে দলের পারফরম্যান্স।