প্যান্ডেল হপিংয়ের মধ্যেই শহরে বড় বিপত্তি! মেট্রো লাইনে ঝাঁপ যুবকের, বন্ধ টালিগঞ্জ থেকে ময়দান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোর চতুর্থীর দুপুরে ফের বিপত্তি কলকাতা মেট্রোয়। যতীন দাস পার্ক স্টেশনে এক যুবক ট্র্যাকে ঝাঁপ দেওয়ায় প্রায় দেড় ঘণ্টা ব্যাহত হলো উত্তর-দক্ষিণ মেট্রো পরিষেবা। শনিবারের আগেই বৃষ্টির আশঙ্কায় যাঁরা আগেভাগে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন, এই ঘটনায় চূড়ান্ত দুর্ভোগে পড়তে হলো তাঁদের।

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫-এর দুপুর ১২টা ৫৪ মিনিট নাগাদ যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে এক যুবক আত্মহত্যার উদ্দেশ্যে ট্র্যাকে ঝাঁপ দেন। এর ফলে বেলা প্রায় ২.৩০টে পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো চলাচল বিঘ্নিত হয়। এই আত্মহত্যার চেষ্টার কারণে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) থেকে ময়দান পর্যন্ত গুরুত্বপূর্ণ রুটে মেট্রো পরিষেবা দীর্ঘ দেড় ঘণ্টা সম্পূর্ণ বন্ধ ছিল।

পুজোয় ঠাকুর দেখতে বেরোনো যাত্রীদের ভিড়ে বিভিন্ন স্টেশনে উপচে পড়ে। এই আচমকা পরিষেবা বন্ধের জেরে প্যান্ডেল হপিংয়ে বেরোনো বহু মানুষ চূড়ান্ত দুর্ভোগের শিকার হন। এই সুযোগে অটো, ট্যাক্সি, অ্যাপ ক্যাব-সহ অন্যান্য গণপরিবহণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভাড়া হাঁকে বলে অভিযোগ।

মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বেহালার বাসিন্দা বছর ছাব্বিশের যুবক হারসাত আগরওয়াল আত্মহত্যার চেষ্টা করেছিলেন। দ্রুত লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন মেট্রো কর্তৃপক্ষ। এরপর মেট্রো কর্মীরা আহত যুবককে উদ্ধার করেন এবং তাঁকে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *