আকাশ ছুঁল অভিষেকের প্রশ্ন: ‘সোনার বাংলা’র আগে কেন ‘সোনার গুজরাত, বিহার, ইউপি’ হলো না? – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: বাংলার দিকে নজর দেওয়ার আগে বিজেপি নেতাদের ‘ডবল ইঞ্জিন’ সরকারের অধীনে থাকা রাজ্যগুলির দিকে তাকাতে বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি নিয়ে যখন বিজেপি শীর্ষ নেতৃত্ব ভোট চাইছেন, তখনই পাল্টা আক্রমণ শানালেন তৃণমূল সেনাপতি। তিনি প্রশ্ন তোলেন, অমিত শাহ ‘সোনার বাংলা’র কথা বলছেন, অথচ কেন ‘সোনার উত্তরপ্রদেশ’, ‘সোনার মধ্যপ্রদেশ’, ‘সোনার বিহার’ বা ‘সোনার ত্রিপুরা’ গড়া গেল না? পাটনায় রাস্তা ধসে যাওয়া, গুজরাত-মধ্যপ্রদেশে ব্রিজ ভেঙে পড়ার মতো উদাহরণ টেনে অভিষেক দাবি করেন, বিজেপি যে প্রতিশ্রুতিগুলি দেয়, সেগুলি কেন তারা নিজেদের রাজ্যে পূরণ করে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *