বিরাট পদক্ষেপ! ভিনরাজ্যে থাকা বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য কমিশনের নতুন ‘সমাধান’ কী? – এবেলা

এবেলা ডেস্কঃ
ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর-এর মাধ্যমে ভিনরাজ্যে বসবাসকারী বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা চালু করতে চলেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, কর্মসূত্রে বাংলা ছেড়ে অন্য রাজ্যে থিতু হওয়া এই ভোটারদের জন্য এনুমারেশন ফর্মে একটি আলাদা অংশ রাখা হবে।
কমিশনের এই নতুন ভাবনার মূল কারণ— এক ব্যক্তি যাতে দুই জায়গায় ভোট দিতে না পারেন, তা নিশ্চিত করা। সংশ্লিষ্ট পরিযায়ী বা প্রবাসী ব্যক্তিকে ওই আলাদা অংশে লিখিতভাবে ঘোষণা করতে হবে যে তিনি শুধুমাত্র বাংলার ভোটার এবং অন্য রাজ্যের ভোটার তালিকায় তাঁর নাম নেই। এই ঘোষণাপত্রে তাঁকে স্বাক্ষর করতে হবে।
কমিশন সূত্রে আরও জানা গেছে, পরিযায়ী ভোটারদের সুবিধার্থে বাড়ি বাড়ি ফর্ম পৌঁছে দেওয়ার পাশাপাশি অনলাইনেও ফর্ম পূরণের সুযোগ থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কমিশন এই ভোটারদের কাছ থেকে আলাদা কোনো অতিরিক্ত নথি চাইবে না। যদি কোনো পরিযায়ী শ্রমিক বা তাঁর বাবা-মায়ের নাম ২০০২ সালের ভোটার তালিকায় থাকে, তবে শুধু সেই এপিক নম্বর ও পার্ট নম্বর দিলেই চলবে।
তবে, যদি বাবা-মায়ের নাম থাকা সত্ত্বেও নিজের নাম না থাকে, সেক্ষেত্রে ১২টি নির্ধারিত নথির যেকোনো একটি জমা দিতে হবে। কিন্তু যে সমস্ত পরিযায়ী শ্রমিক বা তাঁদের বাবা-মায়ের নাম ২০০২-এর ভোটার তালিকায় নেই, তাঁদের ক্ষেত্রে কী নিয়ম প্রযোজ্য হবে, সে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য মেলেনি।
এদিকে, এই বিশেষ সমীক্ষার আবহে অন্য একটি অভিযোগ নিয়ে সরব হয়েছে বিজেপি। গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করে বিজেপির এক প্রতিনিধি দল অভিযোগ করে, বিভিন্ন জেলায় স্থায়ী সরকারি কর্মীর পরিবর্তে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীদের বিএলও পদে নিয়োগ করা হচ্ছে। এ বিষয়ে ১৮৯৮টি বিএলও পদে স্থায়ী সরকারি কর্মী নিয়োগের দাবি জানিয়েছে বিজেপি।