জোর আতঙ্কে উত্তরপ্রদেশ! মসজিদে ইমামের স্ত্রী ও ২ মেয়ের বীভৎস রক্তাক্ত দেহ উদ্ধার – এবেলা
October 12, 2025

এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের বাগপত জেলার গাংনৌলি গ্রামের এক মসজিদ চত্বর থেকে ইমাম ইব্রাহিমের স্ত্রী ও দুই কন্যাসন্তানের রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ডেপুটি ইন্সপেক্টর জেনারেল কালানিধি নাইথানি জানিয়েছেন, ডাকাতি, পুরনো শত্রুতা বা পারিবারিক বিবাদ—সমস্ত দিক খতিয়ে দেখতে পাঁচটি দল গঠন করে দ্রুত তদন্ত শুরু হয়েছে। এই নৃশংস ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে স্থানীয়রা বিক্ষোভ দেখান।