গ্যাস গিজার থেকে গ্যাস লিক! বাথরুমে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু দশম শ্রেণির ছাত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ

মহারাষ্ট্রের বরিভলি ওয়েস্টে গ্যাস গিজার থেকে দূষিত গ্যাস লিক করায় মর্মান্তিক পরিণতি হয়েছে দশম শ্রেণির এক ছাত্রীর। স্নান করার সময় দমবন্ধ হয়ে ১৫ বছর বয়সি ওই কিশোরীর মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ছাত্রীর নাম হর্ষিতা অমিত মালেকর। গত ১৪ অক্টোবর সকালে সে স্নান করতে বাথরুমে যায়। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও তার কোনো সাড়াশব্দ না পাওয়ায় এবং ফ্ল্যাটে জল উপচে পড়ায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। মিস্ত্রি ডেকে বাথরুমের দরজা খোলার পর অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে হর্ষিতাকে হাসপাতালে ভর্তি করা হলেও জানা যায় যে গ্যাস গিজার থেকে লিক হওয়া বিষাক্ত কার্বন ডাই অক্সাইডের কারণে তার মস্তিষ্কের কার্যকারিতা বিকল হয়ে গিয়েছিল। চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে গত ১৮ অক্টোবর হাসপাতালে তার মৃত্যু হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, কিশোরীর শরীরে উচ্চ মাত্রায় কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি ছিল। এই ঘটনায় পুলিশ দুর্ঘটনার মামলা রুজু করেছে।

উল্লেখ্য, গ্যাস গিজার থেকে গ্যাস লিক করে অতীতেও এমন মর্মান্তিক দুর্ঘটনার খবর মিলেছে। এর আগে গত মার্চ মাসে উত্তরপ্রদেশের হাপুরেও হোলি খেলার পর স্নান করতে গিয়ে গ্যাস গিজারের বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছিল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এলপিজি ব্যবহারকারী এই গিজারগুলি খুব দ্রুত জল গরম করতে পারলেও, গ্যাস লিক হওয়ার ঝুঁকি থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *