ববি দেওল ১৪ বছর বয়স পর্যন্ত বাবা-মায়ের সঙ্গে ঘুমাতেন! ফাঁস করলেন সেই অভ্যাসের কারণ – এবেলা

এবেলা ডেস্কঃ
অভিনেতা ববি দেওল সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর ছেলেবেলার কিছু ব্যক্তিগত স্মৃতি তুলে ধরেছেন। ‘অ্যানিমাল’ তারকা জানান, তিনি ১৪ বছর বয়স পর্যন্ত বাবা ধর্মেন্দ্র এবং মায়ের সঙ্গেই ঘুমাতেন।
ববি দেওল বর্তমানে রাতের বেলাও আলো জ্বালিয়ে ঘুমাতে পছন্দ করেন। এর কারণ খুঁজতে গিয়ে অভিনেতা তাঁর ছোটবেলার অভ্যাসের কথা উল্লেখ করেন। তিনি বলেন, তিনি ঘুটঘুটে অন্ধকারে ঘুমাতে পছন্দ করেন না এবং এখনও একটি নাইট ল্যাম্প জ্বালিয়ে রাখেন।
অভিনেতা জানান, তাঁর বাবা ধর্মেন্দ্রও সব সময় আলো জ্বালিয়ে ঘুমাতেন। বাবার সেই অভ্যাস থেকেই ছোটবেলা থেকে ববি দেওলের এই অভ্যাস তৈরি হয়। তিনি ১৪ বছর বয়স পর্যন্ত বাবা-মায়ের সঙ্গে ঘুমাতেন এবং সেই সময় বাবা আলো জ্বেলেই ঘুমাতেন।
১৪ বছর বয়স পর্যন্ত বাবা-মায়ের সঙ্গে ঘুমানোর প্রসঙ্গে ববি দেওল বলেন, ভারতীয় যৌথ পরিবারে এটি খুবই স্বাভাবিক ঘটনা ছিল। তাঁদের বাংলো থাকলেও যৌথ পরিবারে থাকার কারণে পর্যাপ্ত ঘরের অভাব ছিল। তিনি স্মৃতিচারণ করে বলেন, যখন তাঁকে বাবা-মায়ের ঘর ছেড়ে দাদার সঙ্গে ঘর ভাগ করে নিতে বলা হয়েছিল, তখন তিনি মন খারাপ করে কাঁদতেন।
ববি দেওল আরও জানান, একসময় যখন তিনি একা ঘুমাতে অভ্যস্ত হন, তখন ধর্মেন্দ্র শ্যুটিংয়ের জন্য বাইরে গেলে তাঁর মা তাঁকে আবার ওপরে এসে ঘুমাতে বলতেন। তবে অভিনেতা তখন মজা করে বলেন, ততদিনে তিনি একা ঘুমানোয় অভ্যস্ত হয়ে গেছেন।