কালীপুজো শেষ হতেই হাড়হিম কাণ্ড! বন্ধুর হাতেই খোয়া গেল জাগ্রত দেবীর সোনার গয়না – এবেলা
October 22, 2025

এবেলা ডেস্কঃ
কালীপুজোর রাতে মেমারিতে দেবীর দশ ভরি সোনা চুরি করে গ্রেফতার হলেন এক নিমন্ত্রিত অতিথি। পূর্ব বর্ধমানের রসুলপুরের আড়াইশো বছরের পুরনো বন্দ্যোপাধ্যায় পরিবারের জাগ্রত কালী প্রতিমার ১০ লক্ষ টাকারও বেশি মূল্যের গহনা হাতসাফাই হয় পুজো শেষের পর। অভিযুক্ত দেবজ্যোতি চৌধুরীকে সন্দেহবশত জিজ্ঞাসাবাদ করে মেমারি থানার পুলিশ চুরি যাওয়া গহনা উদ্ধার করেছে। তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।