নিজ দলের প্রার্থীর বিরুদ্ধেই প্রচারে নামছেন তেজস্বী যাদব কেন এমন বিড়ম্বনা – এবেলা

এবেলা ডেস্কঃ

ইন্ডিয়া জোটের আসনরফা নিয়ে বিভ্রান্তির জেরে বিহারের গৌরা বৌরাম আসনে অদ্ভুত পরিস্থিতি। জোট শরিক বিকাশশীল ইনসান পার্টিকে (ভিআইপি) আসনটি ছাড়লেও, মনোনয়ন প্রত্যাহারের সময় পেরিয়ে যাওয়ায় আরজেডি-র প্রার্থী আফজল আলি খানের নামও রয়েছে। ফলে, জোটধর্ম পালনের জন্য আরজেডি প্রধান তেজস্বী যাদব বাধ্য হয়ে ভিআইপি প্রার্থীর সমর্থনে প্রচার করবেন, যা কার্যত নিজের দলের প্রার্থীর বিরুদ্ধেই প্রচার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *