নিজ দলের প্রার্থীর বিরুদ্ধেই প্রচারে নামছেন তেজস্বী যাদব কেন এমন বিড়ম্বনা – এবেলা
October 22, 2025

এবেলা ডেস্কঃ
ইন্ডিয়া জোটের আসনরফা নিয়ে বিভ্রান্তির জেরে বিহারের গৌরা বৌরাম আসনে অদ্ভুত পরিস্থিতি। জোট শরিক বিকাশশীল ইনসান পার্টিকে (ভিআইপি) আসনটি ছাড়লেও, মনোনয়ন প্রত্যাহারের সময় পেরিয়ে যাওয়ায় আরজেডি-র প্রার্থী আফজল আলি খানের নামও রয়েছে। ফলে, জোটধর্ম পালনের জন্য আরজেডি প্রধান তেজস্বী যাদব বাধ্য হয়ে ভিআইপি প্রার্থীর সমর্থনে প্রচার করবেন, যা কার্যত নিজের দলের প্রার্থীর বিরুদ্ধেই প্রচার।