‘ভয় দেখিয়ে’ জন সুরাজ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার! বিজেপি-র বিরুদ্ধে মারাত্মক অভিযোগ প্রশান্ত কিশোরের – এবেলা
October 22, 2025

এবেলা ডেস্কঃ
বিহার নির্বাচনের আগে জন সুরাজ পার্টির তিন প্রার্থীকে ভয় দেখিয়ে এবং চাপ সৃষ্টি করে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করার বিস্ফোরক অভিযোগ আনলেন দলের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। সোমবার তিনি দাবি করেন, বিজেপি-র প্রভাবে মুতুর শাহ, সত্যপ্রকাশ তিওয়ারি এবং শশী শেখর সিনহা মনোনয়নপত্র তুলে নিতে বাধ্য হয়েছেন। কিশোর এই ঘটনাকে ‘গণতন্ত্রের হত্যা’ আখ্যা দিয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন। তিনি আরও বলেন, বিজেপি মহাগঠবন্ধনকে নয়, জন সুরাজকেই ভয় পাচ্ছে।