চা বিক্রেতার ঘরে কোটি টাকার নগদ, গয়না আর ৮৫টা এটিএম কার্ড! রহস্যে ঘেরা ঘটনা – এবেলা

এবেলা ডেস্কঃ

বিহারের গোপালগঞ্জে সাইবার প্রতারণার বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে পুলিশ এক চা বিক্রেতার বাড়ি থেকে ১ কোটিরও বেশি নগদ টাকা, বিপুল পরিমাণ সোনা, রুপো এবং প্রতারণার সঙ্গে জড়িত একাধিক সামগ্রী বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে।

সাইবার ডিএসপি অবন্তিকা দিলীপ কুমারের নেতৃত্বে ১৭ অক্টোবর একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে ১ কোটি ৫ লক্ষ ৪৯ হাজার ৮৫০ টাকা নগদ, ৩৪৪ গ্রাম সোনা, ১.৭৫ কিলোগ্রাম রুপো, ৮৫টি এটিএম কার্ড, ৭৫টি ব্যাঙ্ক পাসবুক, ২৮টি চেক বই, দুটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন এবং একটি বিলাসবহুল গাড়ি উদ্ধার হয়। গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্ত হলেন অভিষেক কুমার এবং তাঁর ভাই আদিত্য কুমার।

পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন, অভিযুক্ত অভিষেক কুমার পূর্বে চা-এর দোকান চালাতেন। পরে তিনি দুবাই চলে যান এবং সেখান থেকেই এই সাইবার প্রতারণার জাল পরিচালনা করতেন। তাঁর ভাই আদিত্য কুমার গ্রামে থেকে এই বেআইনি কাজে তাঁকে সাহায্য করতেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি সাইবার প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চাইত এবং পরে নগদ লেনদেন করত। পুলিশ সন্দেহ করছে যে এই নেটওয়ার্কে আরও অনেকে জড়িত এবং চক্রটি রাজ্যের বাইরেও বিস্তৃত।

বাজেয়াপ্ত হওয়া এটিএম কার্ড ও পাসবুকগুলির মধ্যে বেশিরভাগই বেঙ্গালুরুর হওয়ায় পুলিশ ও সাইবার সেল এই নিয়ে গভীর তদন্ত শুরু করেছে। পুলিশ খতিয়ে দেখছে, এই অ্যাকাউন্টগুলি কোনো জাতীয় স্তরের সাইবার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিল কি না। এত বিপুল পরিমাণ নগদ ও সামগ্রী উদ্ধারের পর আয়কর বিভাগ এবং এটিএস-এর দলও গোপালগঞ্জ পৌঁছে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *