পাঁচ কোটি খরচ করে ৭টি বিলাসবহুল BMW কিনছে লোকপাল! কেন এত দামি গাড়ি? – এবেলা
October 22, 2025

এবেলা ডেস্কঃ
দেশের দুর্নীতিদমন কর্তৃপক্ষ লোকপাল সাত সদস্যের জন্য প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে সাতটি হাই-এন্ড BMW ৩৩০ Li Sport (লং হুইলবেস) মডেলের গাড়ি কেনার টেন্ডার দিয়েছে। এই গাড়িগুলি দ্রুত সরবরাহের জন্য বলা হয়েছে। চেয়ারম্যান ও সদস্যদের পদমর্যাদা অনুযায়ী, তাদের জন্য বিলাসবহুল সুবিধা নিশ্চিত করতেই এই উদ্যোগ।