পুরোনো প্রেম এখন চরম তিক্ততা! ব্রেকআপের পর এই ৭ বলিউড জুটি কেন এড়িয়ে চলেন একে অপরকে?

বলিউড জগতে প্রেমের গল্প যেমন আলোচিত, তেমনই চর্চিত এর ব্রেকআপের কাহিনি। একসময় যাঁরা পরস্পরের প্রেমে মজে ছিলেন, সময় বদলে তাঁরাই আজ একে অপরের মুখ দেখাও পছন্দ করেন না। এই তালিকায় আছেন বহু তারকা জুটি—যাঁদের মধ্যে শহীদ কাপুর-কারিনা কাপুর, সালমান খান-ঐশ্বরিয়া রায় ও রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফের সম্পর্ক সবচেয়ে বেশি শিরোনামে এসেছে। ‘জব উই মেট’-এর পর শহীদ-কারিনার ব্রেকআপ, ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির সময় শুরু হওয়া সালমান-ঐশ্বরিয়ার সম্পর্ক ভেঙে যাওয়া, কিংবা রণবীর-ক্যাটরিনার দীর্ঘ প্রেম ভেঙে যাওয়া আজও সিনে-প্রেমীদের মনে দাগ কেটে আছে।

এই প্রাক্তন প্রেমিক জুটির অনেকেই এখন নিজেদের জীবনে থিতু হয়েছেন, কিন্তু সম্পর্কের তিক্ততা এত বেশি যে জনসমক্ষে তাঁরা একে অপরকে সম্পূর্ণ এড়িয়ে চলেন। ঐশ্বরিয়া রায়-বিবেক ওবেরয়, শহীদ কাপুর-প্রিয়াঙ্কা চোপড়া, শাহরুখ খান-প্রিয়াঙ্কা চোপড়া এবং মাধুরী দীক্ষিত-সঞ্জয় দত্তের মতো জুটির ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। তাঁরা আর একসঙ্গে কাজ করেন না বা পারতপক্ষে মুখোমুখি হন না। তাঁদের ব্রেকআপের কারণ যা-ই হোক না কেন, ব্যক্তিগত তিক্ততা ও ইগোর লড়াইয়ের কারণে এই তারকা জুটিরা আজও একে অপরের থেকে দূরত্ব বজায় রেখে চলেন, যা বলিউডের চাপা গুঞ্জনকে আরও উসকে দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *