দোকানে লাড্ডু বানাচ্ছিলেন রাহুল গান্ধী, তখনই মিষ্টির মালিকের বড় আবদার – এবেলা
October 22, 2025

এবেলা ডেস্কঃ
৫৬ বছর বয়সেও কংগ্রেস নেতা রাহুল গান্ধী ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’। দীপাবলির দিন পুরোনো দিল্লির ঐতিহ্যবাহী ঘণ্টেওয়ালা মিষ্টির দোকানে নিজের হাতে লাড্ডু-অমৃতি তৈরির সময় মিষ্টি দোকানের মালিক সুশান্ত জৈন তাঁকে দ্রুত বিয়ে করার আবদার করেন। সুশান্ত রাহুল গান্ধীকে বলেন, “তাড়াতাড়ি বিয়ে করুন। আপনার বিয়েতে যেন মিষ্টি তৈরির বরাত আমরাই পাই।” এর আগে রাহুলের বাবা রাজীব গান্ধীর জন্যও এই দোকান থেকে মিষ্টি যেত।