ফল প্রকাশের পরেই ফের পট পরিবর্তন? নীতীশের ভোলবদলে শঙ্কিত বিজেপি – এবেলা
October 22, 2025

এবেলা ডেস্কঃ
বিহারের রাজনীতিতে নীতীশ কুমারের গুরুত্বের অবসান হয়নি। বরং নির্বাচনের ফল প্রকাশের পরেই তিনি ফের বড় চমক দিতে পারেন বলে জল্পনা তুঙ্গে। অমিত শাহ তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা না করায় নীতীশের অনুগত লব-কুশ জাতিগোষ্ঠী ক্ষুব্ধ। বিহারে বিজেপির সীমিত ভোটব্যাঙ্কের কারণে দল শঙ্কিত, কারণ নীতীশ ভোট-পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে ও কেন্দ্রে বিজেপিকে বড় ধাক্কা দিতে পারেন।