যে ভুল একুশে, ছাব্বিশে আর নয়! মমতাকে ‘ব্যক্তিগত আক্রমণ’ থেকে সতর্ক বিজেপি নেতৃত্ব

আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর ‘ব্যক্তিগত আক্রমণ’ নয়। একুশের বিধানসভা নির্বাচনে লাগামছাড়া ব্যক্তিগত আক্রমণের ফল ভোটবাক্সে নেতিবাচক হওয়ায় সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার সতর্ক থাকতে চাইছে বিজেপি। গেরুয়া শিবির সূত্রে খবর, দলের নেতাদের শীর্ষ মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছে, তৃণমূলকে রাজনৈতিকভাবে নিশানা করতে গিয়ে বাংলার মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়ে যেন কোনো কুরুচিকর মন্তব্য না করা হয়। বরং প্রচারকে ইস্যুভিত্তিক করার দিকেই মনোনিবেশ করতে বলা হয়েছে।
অন্যদিকে, ছাব্বিশের ভোটের আগে বঙ্গ বিজেপি এবং আরএসএস যৌথভাবে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে মাঠে নামছে। কয়েকমাস পরেই নির্বাচন। তাই হিন্দুত্বকে হাতিয়ার করতে সিএএ-কে আঁকড়ে ধরে থাকার কৌশল নিয়েছে গেরুয়া শিবির। জগদ্ধাত্রী পুজোর পর রাজ্যের সীমান্ত এলাকাগুলিতে সিএএ নিয়ে প্রায় ৭০০ শিবির করার প্রস্তুতি চলছে। এই প্রস্তুতি নিয়ে বুধবার কলকাতায় বিজেপি অফিসে আরএসএস ও বিজেপির জরুরি বৈঠক ডাকা হয়েছে, যেখানে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ। ইতিমধ্যে ৩৫ হাজার আবেদন জমা পড়েছে বলে খবর।