কালীপুজোয় জমিদারবাড়িতে চুরি! মায়ের ১০ ভরি সোনা লুঠ, ধরা পড়ল হবু-জামাই – এবেলা
October 22, 2025

এবেলা ডেস্কঃ
পূর্ব বর্ধমানের মেমারির দলুইবাজার গ্রামের বন্দ্যোপাধ্যায় জমিদারবাড়ির কালীপুজোয় ঘটল চাঞ্চল্যকর চুরি। পুজো শেষে পারিবারিক মন্দির থেকে প্রায় ১০ ভরির সোনার গয়না উধাও হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর চুরি যাওয়া গয়না উদ্ধারসহ গ্রেপ্তার করা হয়েছে পরিবারের এক শরিকের হবু-জামাই দেবজ্যোতি চৌধুরীকে। বর্ধমানের ওই যুবক খাওয়া-দাওয়ার ফাঁকে মন্দিরে ঢুকে মায়ের গয়না চুরি করে বলে পুলিশি জেরায় স্বীকার করেছে।