রেলে ৫,৮১০ শূন্যপদে বিশাল নিয়োগ! স্টেশন মাস্টার, টিকিট সুপারভাইজার সহ বহু পদে আবেদনের শেষ তারিখ কবে? জানুন

দীর্ঘদিন ধরে যারা সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য দারুণ খবর নিয়ে এসেছে ভারতীয় রেল। উৎসবের মরশুমে নন-টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি (NTPC)-তে মোট ৫,৮১০টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্টেশন মাস্টার, টিকিট সুপারভাইজার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট-এর মতো একাধিক গুরুত্বপূর্ণ পদে এই নিয়োগ চলছে। এই সুযোগ হাতছাড়া না করে আগ্রহী প্রার্থীদের অবিলম্বে রেলের অনলাইন রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে আবেদন জানাতে বলা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট ও সিনিয়র ক্লার্ক পদের জন্য হিন্দি ও ইংরেজি টাইপিং-এ দক্ষতা আবশ্যক। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২১ অক্টোবর থেকে এবং আবেদনের শেষ তারিখ ২০ নভেম্বর। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা হলেও সংরক্ষিত শ্রেণির জন্য তা ২৫০ টাকা ধার্য করা হয়েছে। নিযুক্ত প্রার্থীরা কলকাতা-মালদহ সহ দেশের যেকোনো রাজ্যে পোস্টিং পেতে পারেন।