ব্যাট ধরার আগেই শেষ! পাক হামলায় ৩ আফগান ক্রিকেটারের মৃত্যুর প্রমাণ দাবি

আফগানিস্তানের তিন ক্রিকেটারের মর্মান্তিক মৃত্যুর কারণ হিসেবে সরাসরি পাকিস্তানকে দায়ী করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বোর্ডের দাবি, তাদের কাছে নির্দিষ্ট প্রমাণ রয়েছে যে শনিবার পাকতিকা প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলায় এই ক্রিকেটারদের প্রাণহানি ঘটেছে, তা পাকিস্তানেরই কাজ। এসিবি মুখপাত্র সৈয়দ নাসিম সাদাত এক বিবৃতিতে জানান, “হামলার ভিডিও রিপোর্ট সকলেই দেখেছেন। আমরা বিশ্বের সব দেশের ক্রিকেট বোর্ডের কাছে এই বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা করার আহ্বান জানাচ্ছি।”
এই হামলায় তরুণ ও প্রতিশ্রুতিশীল তিন ক্রিকেটারের অকালমৃত্যুতে আফগান ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে। এসিবি এই ঘটনায় আন্তর্জাতিক স্তরে আওয়াজ তুলতে চাইছে এবং পাকিস্তানের বিরুদ্ধে শক্ত পদক্ষেপের দাবি জানাচ্ছে। ক্রিকেট বোর্ড এই মর্মান্তিক ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি দোষীদের শাস্তির জন্য জোরদার সওয়াল করছে।