বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হার, মহিলাদের বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান!
October 22, 2025

কলম্বো: দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয় পরাজয়ের ফলে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায় নিল পাকিস্তান। মঙ্গলবার কলম্বোয় বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে ডাকওয়ার্থ-লুইস (DLS) পদ্ধতিতে ফতিমা সানার দল ১৫০ রানের বিশাল ব্যবধানে হারে। টুর্নামেন্ট থেকে বাংলাদেশের পর দ্বিতীয় দল হিসেবে ছিটকে গেল পাকিস্তান।
বৃষ্টির কারণে ওভার সংখ্যা একাধিকবার কমানো হয়। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৪০ ওভারে ৯ উইকেটে ৩১২ রান তোলে। DLS পদ্ধতির পর পাকিস্তানের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২০ ওভারে ২৩৪ রান। কিন্তু এই কঠিন লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান দল মাত্র ৮৩ রানে (৭ উইকেট) তাদের ইনিংস শেষ করে। এর ফলে তাদের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেল।