আজ সূর্য-চন্দ্রের একই ঘরে অবস্থান: হঠাৎ ধনলাভ নাকি লুকিয়ে থাকা বিপদ? আপনার রাশিফল জানুন – এবেলা
October 22, 2025

এবেলা ডেস্কঃ
আজ ২২ অক্টোবর, বুধবার, সূর্য ও চন্দ্রের তুলা রাশিতে অবস্থান। মেষ রাশির ক্রোধ নিয়ন্ত্রণ জরুরি। বৃষ রাশির ব্যবসায়ীদের জন্য দিনটি বিশেষ শুভ, তবে কর্কট রাশির আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে গোপন শত্রু নিয়ে সতর্ক থাকতে হবে। কন্যা ও ধনু রাশির জন্য দিনটি সাফল্য নিয়ে আসবে।