কেরলে বড় বিপদ থেকে রক্ষা পেলেন রাষ্ট্রপতি মুর্মু, ভেঙে গেল হেলিপ্যাডের অংশ – এবেলা
October 22, 2025

এবেলা ডেস্কঃ
কেরলের প্রামাদম স্টেডিয়ামে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ল কপ্টার। অতিরিক্ত ভারে হেলিপ্যাডের একাংশ ভেঙে গেলে কপ্টারটি বেসামাল হয়ে যায়। যদিও দ্রুত পুলিশ ও দমকলের চেষ্টায় হাত দিয়ে ঠেলে কপ্টারটিকে সরানো হয়। এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই।