শচীনের চেয়ে ৫০০০ রান বেশি করতাম! মাইক হাসির দাবিতে তোলপাড় ক্রিকেট মহল

অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ব্যাটার এবং বর্তমানে চেন্নাই সুপার কিংসের কোচ মাইক হাসি সম্প্রতি এক বিস্ফোরক দাবি করে ক্রিকেট ভক্তদের অবাক করেছেন। এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, যদি আরও আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতো, তবে তিনি শচীন তেণ্ডুলকরের চেয়ে অন্তত ৫০০০ রান বেশি করতেন। হাসি জানান, দেরিতে সুযোগ পাওয়ার কারণে তাঁর সেই স্বপ্ন অধরা রয়ে গিয়েছে, নচেৎ তাঁর কেরিয়ারে ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান, সেঞ্চুরি এবং অ্যাশেজ ও বিশ্বকাপ জয়ের সংখ্যাও সর্বাধিক হতে পারত।

২০০৪ সালে ২৮ বছর বয়সে টেস্টে অভিষেক হওয়া মাইক হাসি তাঁর ৭৯টি টেস্টে ৬২৩৫ রান এবং ১৮৫টি ওয়ানডেতে ৫৪৪২ রান করেছেন। অন্যদিকে ‘ক্রিকেটের ঈশ্বর’ খ্যাত শচীন তেণ্ডুলকর তাঁর কেরিয়ারে যথাক্রমে ১৫৯২১ (টেস্ট) এবং ১৮৪২৬ (ওয়ানডে) রান করে এখনও পর্যন্ত বিশ্বরেকর্ড ধরে রেখেছেন। শচীনের আকাশছোঁয়া পরিসংখ্যানের থেকে প্রায় ১৩,০০০ রান পিছিয়ে থেকেও হাসির এই মন্তব্যে ক্রিকেট মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *