বড় সাফল্য রঘুনাথগঞ্জ পুলিশের, অস্ত্র সহ মহিলা গ্রেফতার – এবেলা

এবেলা ডেস্কঃ
রঘুনাথগঞ্জ পুলিশ বড়সড় সাফল্য পেয়েছে। ৫টি পিস্তল ও ২৪ রাউন্ড কার্তুজ সহ এক মহিলাকে গ্রেপ্তার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ থানার পুলিশ। রবিবার বিকেলে উমরপুরের ফারাক্কাগামী বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃত মহিলার নাম সাধনা হালদার, তার বাড়ি লালগোলা থানার কৃষ্ণপুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, ফারাক্কার এনটিপিসি এলাকা থেকে অস্ত্রগুলি সংগ্রহ করে মুর্শিদাবাদের শেষপ্রান্ত সাগরপাড়া অঞ্চলে পাচারের পরিকল্পনা ছিল সাধনার।
নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ আগেই ওঁত পেতে ছিল। পরিকল্পনা অনুযায়ী, উমরপুরে গাড়ি বদলের মুহূর্তেই পুলিশ তাকে ঘিরে ফেলে এবং গ্রেপ্তার করে। এই অস্ত্র কারবার চক্রে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। সোমবার ধৃত ওই মহিলাকে জঙ্গিপুর আদালতে পাঠানো হবে।