অন্ধদের আলো ফেরাতে মাইক্রোচিপ ইমপ্ল্যান্ট, ট্রায়ালে ৮৫% সাফল্য!

বিজ্ঞানীদের যুগান্তকারী উদ্ভাবনে এবার দৃষ্টিশক্তি হারানোর রোগীরাও আলো দেখতে পাবেন। ‘প্রাইমা সিস্টেম’ নামক একটি মাইক্রোচিপের সফল প্রতিস্থাপনের মাধ্যমে অন্ধত্ব দূরীকরণে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। একটি আন্তর্জাতিক ট্রায়ালের অংশ হিসেবে ইউরোপের পাঁচটি দেশের ৩৮ জন রোগীর উপর এই পরীক্ষা চালানো হয়। ফলাফল ছিল অত্যন্ত সন্তোষজনক, যেখানে অস্ত্রোপচারের মাধ্যমে এই ইলেকট্রনিক আই ইমপ্ল্যান্ট সফল হওয়ার হার ছিল শতকরা ৮৫ ভাগ। এর মাধ্যমে রোগীরা কেবল সংখ্যা ও বর্ণমালা পড়তেই সক্ষম হননি, পরিচিতদের মুখও চিনতে পেরেছেন।

ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও মুরফিল্ডস আই হসপিটালের ক্লিনিক্যাল গবেষকদের এই কাজটি ‘দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন’-এ প্রকাশিত হয়েছে। বিশেষত ‘জিওগ্রাফিক অ্যাট্রপি’ (GA) সহ ড্রাই এজ-রিলেটেড ম্যাকুলার ডি-জেনারেশন (AMD)-এর মতো রোগে দৃষ্টি হারানোদের জন্য এই ২মিমি x ২মিমি আকারের আল্ট্রা-থিন চিপটি অত্যন্ত কার্যকর। গবেষকরা আশা করছেন, বিশ্বব্যাপী প্রায় ৫০ লক্ষ জিএ আক্রান্তদের জন্য এই প্রক্রিয়াটি ‘অর্থবহভাবে দৃষ্টিশক্তি’ ফিরিয়ে আনার ইতিহাসে একটি নতুন যুগের সূচনা করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *