Vi-এর জনপ্রিয় প্ল্যানে বিরাট কোপ: এক ধাক্কায় ১৯ দিন কমল বৈধতা, রিচার্জের আগে জানুন
October 22, 2025

ভোডাফোন আইডিয়া (Vi) রাজস্থান সার্কেলে গ্রাহকদের জন্য বড়সড় ধাক্কা দিল। সংস্থাটি তাদের জনপ্রিয় ৪২৯ টাকার মিডিয়াম-টার্ম প্ল্যানে নীরবে এক বড় পরিবর্তন এনেছে। আগে যেখানে এই প্ল্যানে ৮৪ দিনের লম্বা বৈধতা পাওয়া যেত, তা কমিয়ে এখন মাত্র ৬৫ দিন করা হয়েছে, যার ফলে গ্রাহকদের সরাসরি ১৯ দিনের লোকসান হচ্ছে।
যদিও Vi ডেটার পরিমাণ ৩জিবি থেকে বাড়িয়ে ৫জিবি করেছে, কিন্তু এই প্ল্যানটি মূলত কম ডেটা ব্যবহারকারী বা দ্বিতীয় সিম অ্যাক্টিভ রাখতে ইচ্ছুক গ্রাহকদের কাছে দীর্ঘ বৈধতার জন্য জনপ্রিয় ছিল। বৈধতা কমার ফলে দৈনিক খরচ ৫.১১ টাকা থেকে বেড়ে ৬.৬০ টাকা হয়েছে। বিশ্লেষকদের মতে, ২জিবি ডেটা বাড়ানোর আড়ালে এটি মূলত একটি ‘নীরব ট্যারিফ বৃদ্ধি’। রাজস্থানের পর অন্যান্য সার্কেলে এই পরিবর্তন হয় কিনা, এখন সেটাই দেখার।