দীপাবলির রাতে বাজি থেকে আগুন, বিজেপি নেতার কাকার বাড়ি ভস্মীভূত; নেভাতে ছুটে এলেন তৃণমূল নেতা!

হুগলির খানাকুলে দীপাবলির রাতে শব্দবাজি থেকে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খানাকুল ২ পঞ্চায়েত সমিতির বিজেপি মৎস্য কর্মাধ্যক্ষ মিঠুন সাঁতরার কাকা জয়দেব সাঁতরার মাটির বাড়িটি বাজি থেকে লাগা আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। গতকাল রাতে খানাকুলের রাজহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কুশালীর বেনাপুকুর এলাকায় কালীপুজো উপলক্ষে কিছু শিশুর বাজি ফাটানো থেকেই এই অগ্নিকাণ্ড বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় মানুষজন প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এই ঘটনায় দু’জন প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়েন, তাঁদের খানাকুল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন তৃণমূলের খানাকুল ২ সমিতির সদস্য নূর নবী মণ্ডল এবং স্থানীয় কর্মীরা, তাঁরাও আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ এবং খানাকুল থানার পুলিশ এলাকায় পৌঁছন। স্থানীয়দের তৎপরতায় আশপাশের ঝুপড়িগুলিতে আগুন ছড়ায়নি, যার ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, কীভাবে এত অবাধে বাজির কারবার চলছে? পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।