আবার বড়পর্দায় জিতু-শ্রাবন্তী! ‘জয় মহাদেব’ বলে কোন ছবির কাজ শুরু করলেন অভিনেতা?

জনপ্রিয় অভিনেতা জিতু কামাল তাঁর নতুন বাংলা ছবি ‘এরাও মানুষ-দ্য সার্চ উইদিন’-এর কাজ শুরু করার ঘোষণা করলেন। সম্প্রতি তিনি ফেসবুকে চিত্রনাট্যের ছবি ও একাধিক ফটো পোস্ট করে এই খবর জানান। পোস্টে অভিনেতা লিখেছেন, “নতুন যাত্রা, নতুন শুরু, নতুন আমি। দর্শককে ধন্যবাদ, মহাবিশ্বকে ধন্যবাদ, জয় মহাদেব।” অমিত তালুকদার ও সাই প্রকাশ লাহিড়ী পরিচালিত এবং বিপাশা লাহিড়ী প্রযোজিত এই থ্রিলারধর্মী ছবিতে মানব মনের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
টলিপাড়ার খবর, এই ছবিতে জিতুর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। ফলে ‘বাবুসোনা’-র পর এই নিয়ে দ্বিতীয়বার জুটি বাঁধছেন জিতু ও শ্রাবন্তী। চলতি বছরের ভ্যালেন্টাইন্স ডে-তে মুক্তি পাওয়া তাঁদের আগের ছবিটি বক্স অফিসে তেমন সফল না হলেও, পর্দায় এই জুটির রসায়ন নিয়ে চর্চা হয়েছিল। সাই বিঘ্নেশ প্রোডাকশনের ব্যানারে তৈরি হতে চলা এই ছবিটি ঘিরে অনুরাগীরা এখন থেকেই আশাবাদী।