এশিয়া কাপ ট্রফি নিয়ে বড় বিতর্ক: ভারতের পাশে শ্রীলঙ্কা-আফগানিস্তান, নকভির উপর চাপ

এশিয়া কাপ জয়ী টিম ইন্ডিয়ার ট্রফি হস্তান্তরের বিতর্ক ক্রমশ বাড়ছে। চ্যাম্পিয়ন হয়েও ভারতীয় দল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করায় নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়। এরপরেই বিসিসিআই (BCCI) দ্রুত ট্রফি ভারতে পাঠানোর জন্য নকভিকে আনুষ্ঠানিক ইমেল পাঠায় এবং জানায় অন্যথায় বিষয়টি আইসিসি-তে তোলা হবে। এমন পরিস্থিতিতে এশিয়া মহাদেশের দুই ক্রিকেট খেলুড়ে দেশ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড ভারতকে সমর্থন করায় পিসিবি (PCB) চেয়ারম্যান ও ACC প্রধান নকভির উপর চাপ বেড়েছে।
জানা গিয়েছে, বিসিসিআইয়ের চিঠি পাওয়ার পর নকভি ভারতীয় দলকে এশিয়া কাপ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন, কিন্তু ট্রফি হস্তান্তর নিয়ে অচলাবস্থা কাটেনি। ACC-র একটি সূত্র অনুসারে, বিসিসিআইয়ের প্রতিনিধি রাজীব শুক্লা, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের প্রতিনিধিরা নকভিকে চিঠি লিখে ট্রফি ফেরত দেওয়ার অনুরোধ জানান। তবে নকভি শর্ত দিয়েছেন, ট্রফি নিতে হলে দুবাইয়ে একটি অনুষ্ঠানে ভারতের কোনো ক্রিকেটারকে উপস্থিত থাকতে হবে। অন্যদিকে, বিসিসিআই নকভির হাত থেকে ট্রফি নিতে নারাজ। ফলে নভেম্বরের প্রথম সপ্তাহে আইসিসি (ICC) বৈঠকে এই বিতর্ক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।