রণজিতে রানের বন্যা বইয়েও কেন ব্রাত্য সরফরাজ খান! নির্বাচন নিয়ে ফের বিতর্ক

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স সত্ত্বেও ‘ভারত এ’ দলেও জায়গা না পাওয়ায় ফের বিতর্কের কেন্দ্রে মুম্বইয়ের ব্যাটার সরফরাজ খান। রনজি ট্রফিতে রানের পাহাড় গড়ার পরও জাতীয় বা এ দলের মতো গুরুত্বপূর্ণ স্কোয়াড থেকে তাঁকে বারবার বাদ দেওয়ায় নির্বাচকমণ্ডলীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব আসাদউদ্দিন ওয়েইসির মতো অনেকেই সরফরাজকে সুযোগ না দেওয়ার কারণ জানতে চেয়ে সরব হয়েছেন।
অনেকের মতে, প্রধান কোচ গৌতম গম্ভীরের পরীক্ষা-নিরীক্ষার শিকার হচ্ছেন সরফরাজ। মূলত পাঁচ নম্বরের এই ব্যাটারকে তিন নম্বরে খেলাতে চাইছেন গম্ভীর, যার জন্য তিনি সাই সুদর্শনকে সুযোগ দিচ্ছেন। নির্বাচকরা সরফরাজের ব্যাটিং পজিশন নিয়ে চিন্তিত হলেও, ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্সের দিকে আঙুল তোলার কোনও সুযোগ নেই। তবে তাঁর বারবার উপেক্ষিত হওয়া নিয়ে ক্রিকেট মহলে চাপা ক্ষোভ বিরাজ করছে।