অতিরিক্ত ভিড়ের চাপ নয়, মদ্যপ অবস্থায় লাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়লেন ২ শ্রমিক! – এবেলা
October 22, 2025

এবেলা ডেস্কঃ
উৎসবের মরসুমে মুম্বই-রক্সৌলগামী কর্মভূমি এক্সপ্রেসে ভিড়ের চাপে পড়ে মৃত্যুর চাঞ্চল্যকর অভিযোগ অস্বীকার করল মধ্য রেল। রেলের দাবি, নাসিকে মৃতরা ট্রেনের যাত্রী নন। গুজরাতের দাহুদের বাসিন্দা দুই শ্রমিক মদ্যপ অবস্থায় রেল লাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়েন। আহত এক শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।