বিয়ের প্রতিশ্রুতি ভাঙা দেওরকে ‘গুরুদণ্ড’! প্রয়াগরাজে রাতারাতি চরম প্রতিশোধ নিলেন বউদি – এবেলা
October 22, 2025

এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এক চাঞ্চল্যকর ঘটনায়, বোনকে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করায় দেওরের গোপনাঙ্গ কেটে নিলেন বউদি। অভিযুক্ত মঞ্জু গত ১৬ অক্টোবর রাতে ঘুমন্ত অবস্থায় দেওর উমেশের উপর এই আক্রমণ চালান। গুরুতর আহত উমেশ হাসপাতালে চিকিৎসাধীন, আর প্রতিশোধের অভিযোগে পুলিশ মঞ্জুকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।