বিপদসীমা ছুঁল দিল্লির বাতাস! দিওয়ালির পর রাজধানীতে কী ঘটল? – এবেলা
October 22, 2025

এবেলা ডেস্কঃ
আশঙ্কাই সত্যি হলো। সুপ্রিম কোর্টের নির্দেশ ও সরকারি আশ্বাস সত্ত্বেও দীপাবলির পরের দিন মঙ্গলবার সকালেই ঘন ধোঁয়াশার চাদরে ঢাকল দিল্লির আকাশ। সকাল ৮টায় রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ৩৫০। বাজির দাপটে দূষণ মনিটরিং স্টেশনগুলির বেশিরভাগেই বাতাসের মান বিপদসীমা অতিক্রম করেছে। সরকারি নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন।