ভারতীয় সঙ্গীতের নক্ষত্র পতন! প্রয়াত তামিল সুরকার সাবেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

তামিল চলচ্চিত্র জগতের প্রখ্যাত সঙ্গীত পরিচালক এমসি সাবেসান, যিনি ‘সাবেশ’ নামেই বেশি পরিচিত ছিলেন, দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

সাবেশ ছিলেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক জুটি সাবেশ-মুরালির অন্যতম সদস্য। কিংবদন্তি সুরকার দেবা-র সহকারী হিসেবে তাঁরা তাঁদের সঙ্গীতযাত্রা শুরু করেন। ১৯৯৯ সালে প্রশান্ত অভিনীত “জোড়ি” সিনেমার আবহ সঙ্গীত রচনা তাঁদের কেরিয়ারে এক নতুন মাত্রা যোগ করেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *