মুম্বইতে প্রাক্তন প্রেমিকাকে ছুরিকাঘাত করে প্রেমিকের আত্মঘাতী! কেন সম্পর্ক ভাঙলেন তরুণী? – এবেলা
October 24, 2025

এবেলা ডেস্কঃ
পরকীয়ার সন্দেহে প্রাক্তন প্রেমিকাকে ছুরিকাঘাতের পর আত্মহত্যা করলেন সনু বারাই (২৪)। আট দিন আগে সম্পর্ক ভেঙেছিল। শুক্রবার নার্সিংহোমের সামনে ডেকে প্রেমিকা মণীষা যাদবকে ছুরি মারেন তিনি। পরে নিজের উপরও হামলা চালান। গুরুতর আহত মণীষা চিকিৎসাধীন, মৃত সনু। গোপন ছুরি নিয়ে ‘শেষবারের মতো’ দেখা করতে এসেছিলেন যুবক।