প্রাক্তন কাউন্সিলরকে খুনের চেষ্টা: গ্রেপ্তার ২, খুলল ২০২১-এর হামলার ফাইল! – এবেলা
October 24, 2025

এবেলা ডেস্কঃ
বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে খুনের চেষ্টায় সোনারপুর থেকে ২ জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে অন্যতম গৌতম মণ্ডল, প্রাক্তন চুক্তিভিত্তিক পুরকর্মী, যার পরিচয় ২০২১ সালের নির্বাচন-পরবর্তী হামলার স্মৃতি উসকে দিয়েছে। পুলিশ জানায়, পুরনো শত্রুতার জেরেই এই হামলা, তবে মূল ষড়যন্ত্রকারীকে খুঁজছে পুলিশ। কালীপুজোর দিন মাস্ক পরা এক যুবক গুলি চালানোর চেষ্টা করেছিল।