আকস্মিক হামলা! শ্রীশৈলম ড্যামের কাছে রাতে লেপার্ডের তাণ্ডব, দেখুন সেই ভাইরাল ভিডিয়ো – এবেলা

এবেলা ডেস্কঃ
অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম ড্যাম (Srisailam Dam) এলাকায় প্রকাশ্যে একটি লেপার্ড বা চিতাবাঘের ঘোরাফেরা এবং কুকুরের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে চরম আতঙ্ক ছড়িয়েছে। সম্প্রতি ড্যাম সংলগ্ন এলাকায় রাতের অন্ধকারে লেপার্ডটিকে ঘুরে বেড়াতে দেখা যায়।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রীশৈলম ড্যামের কাছাকাছি রাস্তায় লেপার্ডটি চঞ্চলভাবে ঘোরাফেরা করছে এবং সুযোগ বুঝে একাধিক পথকুকুরের ওপর ঝাঁপিয়ে পড়ছে।
যে শ্রীশৈলম ড্যামে প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা, সেখানে এই বন্যপ্রাণীর উপস্থিতির ফলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। স্থানীয় প্রশাসন এবং বন দফতরকে বিষয়টি জানানো হয়েছে। বন দফতরের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং বিশেষ করে রাতের বেলায় ওই রাস্তায় সকলকে সতর্ক থাকার জন্য নির্দেশ জারি করা হয়েছে।
శ్రీశైలం డ్యామ్ సమీపంలో చిరుత పులి కలకలం
శ్రీశైలం జలాశయం సమీపంలో ఉన్న కేవీ స్విచ్ యార్డ్ వద్ద గత రెండు రోజులుగా కుక్కల మీద దాడి చేస్తూ సంచరిస్తున్న చిరుత పులి
భయాందోళనలో స్విచ్ యార్డ్ సిబ్బంది pic.twitter.com/uw2dCyyIX5
— Telugu Scribe (@TeluguScribe) October 24, 2025