বিরাট কোহলি কি এবার অবসর নিচ্ছেন, সিরিজ হারতেই জল্পনা তুঙ্গে – এবেলা

এবেলা ডেস্কঃ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ হাতছাড়া হওয়ার পর ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli) অবসর নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে। প্রথম দুটি ম্যাচে ভারত হেরে সিরিজ খুইয়েছে। সেই সঙ্গে পরপর দুই ম্যাচে ব্যাট হাতে কোহলির ব্যর্থতা এই জল্পনাকে আরও বাড়িয়ে তুলেছে।
ড্রেসিংরুমে ফেরার সময় কোহলির আবেগপ্রবণ অভিব্যক্তি তাঁর বিদায়ের গুজবে নতুন মাত্রা দিয়েছে। প্রায় দেড় দশকের বর্ণময় ক্রিকেট ক্যারিয়ারে কি এবার ইতি টানতে চলেছেন ‘কিং কোহলি’
ব্যর্থ কোহলি
পার্থে মাত্র আট বল খেলার পর আউট হওয়ার পর, অ্যাডিলেডেও কোহলি চতুর্থ বলেই প্যাভিলিয়নে ফেরেন। মাথা নিচু করে ফেরার সময় দর্শকরা স্লোগান দিয়ে তাঁকে অভিবাদন জানান। উত্তরে কোহলি গ্লাভস তুলে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ড্রেসিংরুমে তাঁর এই বিদায়ী মুহূর্ত এখন ক্রিকেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকেই মনে করছেন, হয়তো প্রিয় মাঠে এটিই তাঁর শেষ ম্যাচ ছিল, তাই এমন আবেগ প্রকাশ।
যদিও অ্যাডিলেডে এর আগে খেলা দুটি একদিনের ম্যাচেই কোহলির সেঞ্চুরি রয়েছে, তবে এই সিরিজে খারাপ পারফরম্যান্সের পর ভারতীয় দলে তাঁর স্থান নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে, শনিবার সিডনিতে সিরিজের শেষ ম্যাচে কোহলি কোনও অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেন কিনা, সেদিকেই তাকিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা।
ফিরে আসার সুযোগ
ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, একটি মাত্র সিরিজ দিয়ে কোহলির দীর্ঘ ক্যারিয়ারকে বিচার করা অবিচার। একদিনের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার হিসেবে তাঁর আরও সুযোগ পাওয়া উচিত। তিনি ফিরে আসার ক্ষমতা রাখেন।
তাঁর শেষ ওডিআই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলি ধারাবাহিকভাবে ভালো খেলে পাঁচ ম্যাচে গড়ে ৫৪ সহ মোট ২১৮ রান করেছিলেন। তবে, চলতি সিরিজের তৃতীয় একদিনের ম্যাচটি সিডনিতে অনুষ্ঠিত হবে, যেখানে কোহলির রেকর্ড খুব একটা উজ্জ্বল নয়। সাতটি একদিনের ম্যাচে তিনি মাত্র ১৪৬ রান করেছেন। যদিও সিডনিতে শেষবার খেলার সময় ডানহাতি এই ব্যাটার ৮৯ রানের একটি ভালো ইনিংস খেলেন।
সিডনির মাঠে কোহলি কি এই জল্পনার অবসান ঘটিয়ে প্রত্যাশিতভাবে ফিরে আসবেন নাকি কোনো বড় ঘোষণা করবেন, তা জানতে শনিবারের ম্যাচের দিকেই সবার নজর।
আপনি কি সিডনিতে বিরাট কোহলির খেলার পরিসংখ্যান নিয়ে আরও বিস্তারিত জানতে চান