দীপাবলির রাতেই দিল্লি কাঁপানো এনকাউন্টার – এবেলা
October 25, 2025

এবেলা ডেস্কঃ
দীপাবলির আবহে দিল্লিতে পুলিশি এনকাউন্টারে খতম হল বিহারের কুখ্যাত ‘সিগমা গ্যাং’-এর চার দুষ্কৃতী। বৃহস্পতিবার গভীর রাতে দিল্লি ও বিহার পুলিশের যৌথ অভিযানে এই ঘটনা ঘটে। নিহতরা হল রঞ্জন পাঠক, বিমলেশ মাহাত, মণীশ পাঠক ও আমন ঠাকুর। এদের বিরুদ্ধে খুন, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ ছিল এবং তারা বিহার পুলিশের ‘ওয়ান্টেড’ তালিকায় ছিল।