৭৩০০ mAh ব্যাটারি সহ আসছে OnePlus 15: ভারতে কবে, কত দামে লঞ্চ, জানুন চমকপ্রদ ফিচার – এবেলা
October 25, 2025

এবেলা ডেস্কঃ
গেম চেঞ্জার OnePlus 15 শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে, যার টিজার ইতিমধ্যেই প্রকাশ করেছে সংস্থা। এই ফ্ল্যাগশিপ ফোনে থাকছে ৬.৭ ইঞ্চি ১৬৫ হার্জ রিফ্রেশরেটের LTPO AMOLED ডিসপ্লে এবং শক্তিশালী ৭৩০০ mAh ব্যাটারির সাথে ১২০W ফাস্ট চার্জিং। Android 16 ভিত্তিক OxygenOS 16-এ চলা এই ফোনটির দাম ভারতে ৬৫,০০০ থেকে ৭৫,০০০ টাকার মধ্যে হতে পারে। আগামী মাসের ১৩ তারিখ এটি ভারতে আসতে পারে বলে জানা গেছে।