খুশির ঈদ! আদা ৭৫০, টমেটো ৬০০ টাকায়, সবজির দামে আকাশ ছুঁল পাকিস্তান – এবেলা
October 25, 2025

এবেলা ডেস্কঃ
পাকিস্তানে সবজির দাম আকাশছোঁয়া। আদার দাম প্রতি কেজি ৭৫০ টাকা, টমেটো ৬০০ টাকা এবং মটর ৫০০ টাকায় বিকোচ্ছে। আফগানিস্তান সীমান্ত বন্ধ থাকায় সরবরাহ কমায় এই চরম মূল্যবৃদ্ধি, যা সাধারণ মানুষের বাজেট ও খাদ্যতালিকায় বড় প্রভাব ফেলেছে। স্থানীয় ফসল নষ্ট হওয়া এবং ব্যবসায়ীদের কারসাজিও দাম বাড়ার কারণ।