অপেক্ষা আর মাত্র কিছু দিনের! দেশের ৫৩তম প্রধান বিচারপতি হচ্ছেন কে? – এবেলা
October 25, 2025

এবেলা ডেস্কঃ
দেশের ৫৩তম প্রধান বিচারপতি হতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতি সূর্যকান্ত শর্মা। বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইয়ের অবসরের পর, আগামী ২৪ নভেম্বর তিনি দায়িত্ব গ্রহণ করবেন। আইনমন্ত্রকের অনুরোধে বিদায়ী প্রধান বিচারপতি শিগগিরই তাঁর নাম সুপারিশ করবেন। বিচারপতি সূর্যকান্ত শর্মার প্রধান বিচারপতি হিসাবে কার্যকাল হবে প্রায় ১৪ মাস। মানবাধিকার, ৩৭০ ধারা-সহ বহু গুরুত্বপূর্ণ মামলায় তাঁর রায় রয়েছে।