টিম ইন্ডিয়ার জন্য ‘সম্মান রক্ষা’র লড়াই, সিডনিতে কি ইতিহাস বদলাবে – এবেলা
October 25, 2025

এবেলা ডেস্কঃ
অস্ট্রেলিয়ার কাছে সিরিজ খুইয়ে এবার হোয়াইটওয়াশ এড়াতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নামছে ভারত। ব্যাটিং সহায়ক উইকেটে স্পিনাররা পরে সুবিধা পেতে পারেন। সিডনিতে ২২টি ওডিআইয়ের মধ্যে টিম ইন্ডিয়া জিতেছে মাত্র দু’টি, হেরেছে ১৯টি। টার্গেট চেজ করা এখানে কঠিন।