ও যদি চাকরিটাই না পেত অনুশার বাবার হাহাকার – এবেলা
October 25, 2025

এবেলা ডেস্কঃ
অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৩ বছরের বেঙ্গালুরু টেকির মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। দীপাবলির ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার পথে প্রাণ হারান অনুশা। নিহতদের মধ্যে আছেন আরও তরুণ মেঘনাথ। বাসের ভিতরে ২৩৪টি স্মার্টফোনের ব্যাটারিতে বিস্ফোরণেই আগুন দ্রুত ছড়ায়, পুলিশি রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। দুর্ঘটনায় মৃত ১৯, আহত বহু।