এসআইআর শুরু তামিলনাড়ুতে, বাংলার ভোটের আগে কি বিশেষ নিবিড় সংশোধন আসছে? – এবেলা

এবেলা ডেস্কঃ

তামিলনাড়ুতে খুব শীঘ্রই শুরু হতে চলেছে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR)। মাদ্রাজ হাইকোর্টে কেন্দ্রীয় নির্বাচন কমিশন শুক্রবার জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যেই দক্ষিণ ভারতের এই রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হবে। এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে—বাংলায় বিধানসভা নির্বাচনের আগে কি খুব দ্রুত এই বিশেষ সমীক্ষা শুরু হতে চলেছে?

তামিলনাড়ুতে স্বচ্ছ ভোটার তালিকার দাবিতে এআইএডিএমকে-এর প্রাক্তন বিধায়ক বি সত্যনারায়ণনের জনস্বার্থ মামলার শুনানিতে নির্বাচন কমিশন এই তথ্য দেয়। কমিশনের স্ট্যান্ডিং কাউন্সেল নিরঞ্জন রাজাগোপালন আদালতকে জানান, তামিলনাড়ুতে শুরু হতে যাওয়া এসআইআর সারা দেশে কমিশনের বৃহত্তর সমীক্ষা কার্যক্রমেরই অংশ। এই কাজে সুপ্রিম কোর্টের সমস্ত নির্দেশাবলী মানা হবে এবং কমিশন ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছে।

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, যেহেতু তামিলনাড়ু এবং বাংলায় প্রায় একই সময়ে অর্থাৎ আর মাত্র কয়েক মাস পর বিধানসভা নির্বাচন হওয়ার কথা, তাই এসআইআর শেষ করার সময়সূচিও কাছাকাছি থাকতে পারে। পশ্চিমবঙ্গে, তামিলনাড়ু ছাড়াও ২০২৬ সালে আসাম, কেরল এবং পুদুচেরিতেও নির্বাচন নির্ধারিত।

নির্বাচনী দফতরের শীর্ষ সূত্র অনুযায়ী, বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হলে তা ভোটের অন্যতম পূর্বপ্রস্তুতি হিসেবে গণ্য হবে। কমিশনের সূত্র থেকে জানা গিয়েছে, বাংলার ২০০২ এবং ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত ভোটার তালিকার মধ্যে প্রায় অর্ধেক অর্থাৎ প্রায় ৩.৫ কোটি ভোটারের তথ্য মিলছে না। রাজ্যে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ৭.৬ কোটি। এখনও জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার তালিকা যাচাই বাকি রয়েছে। বিহারে ২ কোটি ভোটারের যাচাই প্রক্রিয়া শেষ হয়েছিল।

বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া যে কোনও দিন ঘোষণা হতে পারে— এমন বার্তা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা সহকর্মীদের পাঠিয়েছেন। নির্দেশ দেওয়া হয়েছে, এসআইআর ঘোষণা হওয়ার সাত দিনের মধ্যে ফর্ম ছাপানো ও বুথ লেভেল অফিসারদের (বিএলও) প্রশিক্ষণ শেষ করতে হবে। পাশাপাশি, এসআইআর ঘোষণার পরদিনই রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের আলোচ্য বিষয়গুলি বাংলায় অনুবাদ করে প্রস্তুত রাখতে বলা হয়েছে। তামিলনাড়ুর ঘোষণার পর এখন বাংলার দিকেই সকলের নজর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *