‘অবৈধ দখলদারী বন্ধ হোক’ পাক-অধিকৃত কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘনে রাষ্ট্রসংঘে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের – এবেলা

এবেলা ডেস্কঃ
বিশ্ব মঞ্চে আরও একবার পাকিস্তানকে মানবাধিকারের পাঠ দিল ভারত। দীর্ঘদিন ধরে পাক-অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলা অস্থিরতা এবং মানবাধিকার লঙ্ঘনের কঠোর নিন্দা জানাল নয়াদিল্লি। সম্প্রতি পাক সেনার অত্যাচারে সেখানে অন্তত ১২ জনের প্রাণহানি এবং শতাধিক আহত হওয়ার প্রেক্ষাপটে পাকিস্তানকে একহাত নিল ভারত।
কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তান ফের রাষ্ট্রসংঘে সরব হলে, ভারত যোগ্য জবাব দেয়। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পারভাথানেনি হরিশ স্পষ্ট জানিয়ে দেন যে, জম্মু ও কাশ্মীরের জনগণ ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য এবং সাংবিধানিক কাঠামো অনুসারে তাদের মৌলিক অধিকার প্রয়োগ করছে। তিনি মন্তব্য করেন, ‘আমরা অবশ্যই জানি যে এগুলি পাকিস্তানের জন্য এলিয়েন ধারণা।’
ভারতীয় রাষ্ট্রদূত আরও একবার দেশের দীর্ঘস্থায়ী অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, জম্মু ও কাশ্মীর দেশের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।
অন্যদিকে, পাকিস্তানে সেনাশাসন এবং গণতান্ত্রিক কাঠামোর দুর্বলতা নিয়ে তীব্র অস্থিরতা চলছে। তবে এর মধ্যে পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরের জনগণের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে মানুষের বিদ্রোহ কঠোর হাতে দমন করা হয়, চলে সীমাহীন অত্যাচার।
এই সুযোগ কাজে লাগিয়ে ভারত পাকিস্তানকে আহ্বান জানায়, তারা যেন ‘অবৈধভাবে দখল করা এলাকায় গুরুতর এবং চলমান মানবাধিকার লঙ্ঘন’ অবিলম্বে বন্ধ করে। পারভাথানেনি হরিশ জোর দিয়ে বলেন, ‘পাকিস্তানের জনগণ সামরিক অত্যাচার, দমন, বর্বরতা এবং সম্পদের অবৈধ শোষণের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ করছে।’
এখন দেখার, আন্তর্জাতিক মঞ্চে ভারতের এই কড়া বার্তার পর পাকিস্তান তাদের দখলকৃত এলাকার জনগণের মানবাধিকার নিশ্চিত করতে কোনো পদক্ষেপ নেয় কি না।