পেট্রোলের খরচ নিয়ে চিন্তা নেই! ৬ লাখের কমে ৫ সেরা CNG গাড়ি, মাইলেজ শুনলে চোখ কপালে উঠবে – এবেলা

এবেলা ডেস্কঃ

পেট্রোলের বাড়তি খরচ এড়াতে ৬ লক্ষ টাকার কম বাজেটে দেশের ৫টি সবচেয়ে সাশ্রয়ী সিএনজি গাড়ির তালিকা প্রকাশ। মারুতি এস-প্রেসো সিএনজি থেকে শুরু করে সেলেরিও, ওয়াগন আর এবং টাটা টিয়াগোর মতো মডেলগুলি এই তালিকায় রয়েছে। এই গাড়িগুলির মাইলেজ ৩২.৭৩ কিমি/কেজি থেকে সর্বোচ্চ ৩৪.৪৩ কিমি/কেজি পর্যন্ত, যা জ্বালানি সাশ্রয়ের নতুন দিক খুলে দিচ্ছে। আধুনিক ফিচার্স ও সুরক্ষা ব্যবস্থাও এতে যোগ হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *