সিডনিতে ভারত জেতানো রো-কো! বিশ্বকাপ নিয়ে প্রশ্নের উত্তরে কী বললেন রোহিত-কোহলি – এবেলা
October 25, 2025

এবেলা ডেস্কঃ
সিডনিতে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের মুখরক্ষা। শতরানকারী রোহিত শর্মা ও অর্ধশতরানকারী বিরাট কোহলি, দু’জনেই এই জয়ের মূল কাণ্ডারি। তবে ২০২৭ বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি উত্তর এড়িয়ে যান দুই তারকা। দুই ক্রিকেটারই অস্ট্রেলিয়াকে ‘গুডবাই’ জানান, যা তাঁদের শেষ অস্ট্রেলিয়া সফর বলেই মনে করছে ক্রিকেট মহল। ম্যাচের পর নিজেদের ব্যাটিং জুটি ও শূন্য রানে আউট হওয়া নিয়েও কথা বলেন কোহলি।