মাও-সন্দেহভাজনকে নিকেশ পুলিশের, কোকরাঝাড় বিস্ফোরণের নেপথ্যে বড় ষড়যন্ত্রের ফাঁস – এবেলা
October 25, 2025

এবেলা ডেস্কঃ
আসামে রেললাইন বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্যকর মাও-যোগের তথ্য উঠে এসেছে। তদন্তে নেমে শনিবার এক সন্দেহভাজন মাওবাদীকে নিকেশ করেছে কোকরাঝাড় পুলিশ। নিহত অপিল মুর্মু (৪০) ঝাড়খণ্ডেও রোহিত মুর্মু নামে পরিচিত ছিল এবং একাধিক নাশকতার সঙ্গে জড়িত ছিল। তার কাছ থেকে পিস্তল ও গ্রেনেড উদ্ধার হয়েছে। নিরাপত্তার কারণে প্রতিটি রেল স্টেশনে কড়া নজরদারি বাড়ানো হয়েছে।