মন্দিরের দেওয়ালে ‘আই লাভ মহম্মদ’! যোগীর রাজ্যে রহস্য ঘনীভূত – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশের আলিগড়ে একাধিক মন্দিরের দেওয়ালে ‘আই লাভ মহম্মদ’ স্লোগান লেখাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল। সবুজ কালি দিয়ে লেখা এই সাম্প্রদায়িক উস্কানিমূলক বার্তা ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে যোগী রাজ্যে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলিগড়ের লোধা এলাকার বুলাকগড়ি ও ভগবানপুর গ্রামের কয়েকটি মন্দিরে রাতের অন্ধকারে কেউ বা কারা এই স্লোগান লিখে দিয়ে যায়। শনিবার সকালে বিষয়টি নজরে আসতেই এলাকায় হইচই পড়ে যায়।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় করণী সেনা-সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন এবং পুলিশ। মন্দিরের দেওয়াল থেকে লেখা দ্রুত মুছে ফেলার কাজ শুরু করে পুলিশ। অন্যদিকে, ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সরব হয় করণী সেনা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বিক্ষোভ ও স্লোগান শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় করণী সেনার এক নেতাকে আটক করে পুলিশ, যা উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

ইতিমধ্যেই এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের তল্লাশির জন্য দুটি বিশেষ দল গঠন করেছে পুলিশ। তবে এই ধরনের ‘সাম্প্রদায়িক পোস্টার’ ঘিরে উত্তরপ্রদেশে ফের নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *